সম্প্রতি প্রকাশিত
RSS Feeds

Sunday, April 25, 2010

কেন্দ্রিয় সরকারের অ্যাকাউন্টিং টেকনিশিয়ান কোর্স

(A Joint-Initiative of the Ministry of Corporate Affairs & Directorate of Accounting Technicians)

কেন্দ্রিয় সরকারের কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের ডিরেক্টরেট অফ অ্যাকাউন্টিং টেকনিশিয়ান- এর উদ্দ্যোগে ICWAI(The Institute of CAT and Works Accounts of India) শুরু করেছে Certificate in Accounting Technician (CAT) কোর্স।
কোর্সের পাঠ্যক্রমে রয়েছে- আয়কর রিটার্ন, ইঙ্কাম ট্যাক্স, সারভিস ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইস, ও কাস্টমস আইন ইত্যাদি বিশয়। থিওরির সাথে বিভিন্ন সংস্থায় ছাত্রদের On-Job Training, এবং কোর্স শেষে যাতে চাকরি পেতে সুবিধা হয়, সেদিকে নজর দেওয়া হয়।

কারা পরতে পারেনঃ
·         যে কোন শাখার ১০+২(উচ্চমাধ্যমিক) পাশরা CAT Foundation কোর্সে ভর্তি হতে পারেন।
·         গ্র্যাজুয়েট ও Foundation কোর্স পাশরা সরাসরি ভর্তি হতে পারেন Competency Level Part
II কোর্সে।

কোর্সের মেয়াদ : ১ বছর

কোর্সের সিল্লেবাস :
FOUNDATION COURSE SYLLABUS (চারটি পেপার)                                                                   
1.       Organisation and Management
2.       Accounting
3.       Economics and Business Foundation
4.       Business Mathematics & Statistics Fundamentals

COMPETENCY LEVEL PART-II SYLLABUS ( টি পেপার)
1.    Financial Accounting
2.    Applied Statutory Compliance.


ট্রেনিং:
কম্পিউটার ট্রেনিং- মেয়াদ ৬০ ঘন্টা, প্র্যাক্টিকাল ট্রেনিং- মেয়াদ ৬ মাস, ওরিএন্টাল ট্রেনিং- মেয়াদ ১৫ দিন।

পড়ার মাধ্যম:
ইংরেজি বা হিন্দি। ইংরেজিতে দক্ষতা বাড়ানোর জন্য Soft Skills Training দেওয়া হয়।

ভর্তি ও কোর্স ফি:
ভর্তির হয়া যায় বছরের যে কোন সময়। ১১০ টাকা দিয়ে প্রস্পেক্টাস সংগ্রহ করতে হবে ICWAI-এর আঞ্ছলিক অফিস থেকে, অথবা দিল্লিতে ১১০ টাকার ডিমান্ড ড্রাফট পাঠিয়ে প্রস্পেক্টাস সংগ্রহ করতে পারেন।ঠিকানা যোগারের জন্য এই ওয়েবসাইট-এ http//www.icwai.org (ক্লিক করুন)
FOUNDATION COURSE- ,৬০০ টাকা
COMPETENCY LEVEL PART-II (গ্র্যাজুয়েট কিংবা Foundation কোর্স পাশ থাকলে)- ,৫০০ টাকা
বিস্তারিত ভর্তির এবং কোর্স ফি এর জন্য এখানে>>> ক্লিক করুন

যোগাযোগ
ওয়েবসাইটঃ বিস্তারিত তথ্য জানার জন্যে ওয়েবসাইট-এ (ICWAI এ ভর্তির জন্য ক্লিক করুন)
প্রধান কার্জালয়ঃ ১২, সদর স্ত্রিট, কলকাতা-১৬। ফোনঃ ০৩৩-২২৫২১০৩১/১০৩৪

কাজের ক্ষেত্র ও সুযোগ:
কোর্স শেষে জুনিয়র অ্যাকাউন্টিস অফিসার অ্যাকাউন্টিং পদে সযোগ আছে এই ক্ষেত্র গুলিতে-
ক) ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ (Small & medium enterprise)
খ) বিপিও (Business Processing & Outsourcing)
গ) কেপি্‌ও   (Knowledge Processing & Outsourcing)
ঘ) রিটেইল সেক্টার  (Retail Management)
ঙ) পঞ্চায়েত অ্যাকাউন্টিং ও বুককিপিং
চ) ইঙ্কাম ট্যাক্স রিটার্ন,
ছ) সারভিস ট্যাক্স রিটার্ন,
জ) সারভিস ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইস, ও কাস্টমস অ্যাক্ট,
ঝ) আমদানি রপ্তানি ডকুমেন্টেশন (Supply Demand Chain Management)

0 comments:

Post a Comment

নতুন খবর

Sociofluid