সম্প্রতি প্রকাশিত
RSS Feeds

Sunday, April 25, 2010

কেন্দ্রিয় সরকারের অ্যাকাউন্টিং টেকনিশিয়ান কোর্স

(A Joint-Initiative of the Ministry of Corporate Affairs & Directorate of Accounting Technicians)

কেন্দ্রিয় সরকারের কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের ডিরেক্টরেট অফ অ্যাকাউন্টিং টেকনিশিয়ান- এর উদ্দ্যোগে ICWAI(The Institute of CAT and Works Accounts of India) শুরু করেছে Certificate in Accounting Technician (CAT) কোর্স।
কোর্সের পাঠ্যক্রমে রয়েছে- আয়কর রিটার্ন, ইঙ্কাম ট্যাক্স, সারভিস ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইস, ও কাস্টমস আইন ইত্যাদি বিশয়। থিওরির সাথে বিভিন্ন সংস্থায় ছাত্রদের On-Job Training, এবং কোর্স শেষে যাতে চাকরি পেতে সুবিধা হয়, সেদিকে নজর দেওয়া হয়।

কারা পরতে পারেনঃ
·         যে কোন শাখার ১০+২(উচ্চমাধ্যমিক) পাশরা CAT Foundation কোর্সে ভর্তি হতে পারেন।
·         গ্র্যাজুয়েট ও Foundation কোর্স পাশরা সরাসরি ভর্তি হতে পারেন Competency Level Part
II কোর্সে।

কোর্সের মেয়াদ : ১ বছর

কোর্সের সিল্লেবাস :
FOUNDATION COURSE SYLLABUS (চারটি পেপার)                                                                   
1.       Organisation and Management
2.       Accounting
3.       Economics and Business Foundation
4.       Business Mathematics & Statistics Fundamentals

COMPETENCY LEVEL PART-II SYLLABUS ( টি পেপার)
1.    Financial Accounting
2.    Applied Statutory Compliance.


ট্রেনিং:
কম্পিউটার ট্রেনিং- মেয়াদ ৬০ ঘন্টা, প্র্যাক্টিকাল ট্রেনিং- মেয়াদ ৬ মাস, ওরিএন্টাল ট্রেনিং- মেয়াদ ১৫ দিন।

পড়ার মাধ্যম:
ইংরেজি বা হিন্দি। ইংরেজিতে দক্ষতা বাড়ানোর জন্য Soft Skills Training দেওয়া হয়।

ভর্তি ও কোর্স ফি:
ভর্তির হয়া যায় বছরের যে কোন সময়। ১১০ টাকা দিয়ে প্রস্পেক্টাস সংগ্রহ করতে হবে ICWAI-এর আঞ্ছলিক অফিস থেকে, অথবা দিল্লিতে ১১০ টাকার ডিমান্ড ড্রাফট পাঠিয়ে প্রস্পেক্টাস সংগ্রহ করতে পারেন।ঠিকানা যোগারের জন্য এই ওয়েবসাইট-এ http//www.icwai.org (ক্লিক করুন)
FOUNDATION COURSE- ,৬০০ টাকা
COMPETENCY LEVEL PART-II (গ্র্যাজুয়েট কিংবা Foundation কোর্স পাশ থাকলে)- ,৫০০ টাকা
বিস্তারিত ভর্তির এবং কোর্স ফি এর জন্য এখানে>>> ক্লিক করুন

যোগাযোগ
ওয়েবসাইটঃ বিস্তারিত তথ্য জানার জন্যে ওয়েবসাইট-এ (ICWAI এ ভর্তির জন্য ক্লিক করুন)
প্রধান কার্জালয়ঃ ১২, সদর স্ত্রিট, কলকাতা-১৬। ফোনঃ ০৩৩-২২৫২১০৩১/১০৩৪

কাজের ক্ষেত্র ও সুযোগ:
কোর্স শেষে জুনিয়র অ্যাকাউন্টিস অফিসার অ্যাকাউন্টিং পদে সযোগ আছে এই ক্ষেত্র গুলিতে-
ক) ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ (Small & medium enterprise)
খ) বিপিও (Business Processing & Outsourcing)
গ) কেপি্‌ও   (Knowledge Processing & Outsourcing)
ঘ) রিটেইল সেক্টার  (Retail Management)
ঙ) পঞ্চায়েত অ্যাকাউন্টিং ও বুককিপিং
চ) ইঙ্কাম ট্যাক্স রিটার্ন,
ছ) সারভিস ট্যাক্স রিটার্ন,
জ) সারভিস ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইস, ও কাস্টমস অ্যাক্ট,
ঝ) আমদানি রপ্তানি ডকুমেন্টেশন (Supply Demand Chain Management)

হিউম্যান রিসোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ






।। মানব সম্পদকে যোগ্যভাবে ব্যবহার করার জন্য চাই বিশেষ গুণ ।।


কোর্সঃ
রাজ্য সরকারের শ্রম দফতরের অধীনস্ত স্টেট লেবার ইন্সটিটিউটের পোস্ট গ্যাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এন্ড লেবার ওয়েলফেয়ার কোর্স।
আসন সংখ্যাঃ মোট ৭৫টি আসন।

শিক্ষাবর্ষঃ ২০১০-২০১১ শিক্ষাবর্ষে ভর্তি নেওয়া হবে।
কোর্সের স্বীকৃতিঃ কোর্সটি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিকাল এডুকেশ্অন দ্বারা স্বীকৃত।

ভর্তি পরিক্ষাঃ    
দুটি পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের ভর্তি নেওয়া হবে। প্রথমে হবে লিখিত পরীক্ষা। এই পরীক্ষ গৃহীত হবে ৫ জুন। পরীক্ষা নেওয়া হবে কলকাতা ও শিলিগুড়িতে। লিখিত পরীক্ষায় থাকবে দুটি পেপার। প্রথমে ৪৫ মিনিটের সাধারণ জ্ঞান ও আপ্টিটিউট টেস্ট। এই পরীক্ষা মাল্টিপল চয়েজধর্মী। এছারা ইংলিশ কম্পোজিশনের বিষয়ধর্মী ৭৫ মিনিটেয়া লিখিত পরীক্ষাতেও প্রার্থীকে বসতে হবে।তবে স্পনসর্ড প্রার্থীরা শুধুমাত্র ইনটারভিউয়ের মাধ্যমে নির্বাচিত হবেন।

কোর্স ফিঃ   
সাধারণের জন্য ১০০ টাকা ও তফশিলিদের জন্য ৫০ টাকার ডিমান্ড ড্রাফট লাগবে। কাটতে হবে 
‘Director State Labour Institute’-এর নামে যা কলকাতায় প্রদেয় হতে হবে।

আবেদনপত্রঃ 
আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র ডাউনলোড করতে পারেন www.banglarmukh.com ওয়েবসাইট থেকে।

শেষ তারিখঃ     
পূরণ করা আবেদনপত্র, ডিমান্ড ড্রাফট এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সহ ১৮ মে-র মধ্যে জমা 
দিতে হবে এই ঠিকানায়-

ক) শিলিগুড়ির জন্যঃ    Deputy Director, State Labour Institute, West Bengal Govt., Pradhan Nagar, Siliguri, Dist- Darjeeling- 734403
খ) কলকাতার জন্যঃ    State Labour Institute, West Bengal Govt., Maniktala Mein Road, Kakurgachi, Kolkata-54

নতুন খবর

Sociofluid