সম্প্রতি প্রকাশিত
RSS Feeds

Sunday, April 25, 2010

হিউম্যান রিসোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ






।। মানব সম্পদকে যোগ্যভাবে ব্যবহার করার জন্য চাই বিশেষ গুণ ।।


কোর্সঃ
রাজ্য সরকারের শ্রম দফতরের অধীনস্ত স্টেট লেবার ইন্সটিটিউটের পোস্ট গ্যাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এন্ড লেবার ওয়েলফেয়ার কোর্স।
আসন সংখ্যাঃ মোট ৭৫টি আসন।

শিক্ষাবর্ষঃ ২০১০-২০১১ শিক্ষাবর্ষে ভর্তি নেওয়া হবে।
কোর্সের স্বীকৃতিঃ কোর্সটি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিকাল এডুকেশ্অন দ্বারা স্বীকৃত।

ভর্তি পরিক্ষাঃ    
দুটি পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের ভর্তি নেওয়া হবে। প্রথমে হবে লিখিত পরীক্ষা। এই পরীক্ষ গৃহীত হবে ৫ জুন। পরীক্ষা নেওয়া হবে কলকাতা ও শিলিগুড়িতে। লিখিত পরীক্ষায় থাকবে দুটি পেপার। প্রথমে ৪৫ মিনিটের সাধারণ জ্ঞান ও আপ্টিটিউট টেস্ট। এই পরীক্ষা মাল্টিপল চয়েজধর্মী। এছারা ইংলিশ কম্পোজিশনের বিষয়ধর্মী ৭৫ মিনিটেয়া লিখিত পরীক্ষাতেও প্রার্থীকে বসতে হবে।তবে স্পনসর্ড প্রার্থীরা শুধুমাত্র ইনটারভিউয়ের মাধ্যমে নির্বাচিত হবেন।

কোর্স ফিঃ   
সাধারণের জন্য ১০০ টাকা ও তফশিলিদের জন্য ৫০ টাকার ডিমান্ড ড্রাফট লাগবে। কাটতে হবে 
‘Director State Labour Institute’-এর নামে যা কলকাতায় প্রদেয় হতে হবে।

আবেদনপত্রঃ 
আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র ডাউনলোড করতে পারেন www.banglarmukh.com ওয়েবসাইট থেকে।

শেষ তারিখঃ     
পূরণ করা আবেদনপত্র, ডিমান্ড ড্রাফট এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সহ ১৮ মে-র মধ্যে জমা 
দিতে হবে এই ঠিকানায়-

ক) শিলিগুড়ির জন্যঃ    Deputy Director, State Labour Institute, West Bengal Govt., Pradhan Nagar, Siliguri, Dist- Darjeeling- 734403
খ) কলকাতার জন্যঃ    State Labour Institute, West Bengal Govt., Maniktala Mein Road, Kakurgachi, Kolkata-54

0 comments:

Post a Comment

নতুন খবর

Sociofluid